চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাপড়ের রঙ, মেয়াদোত্তীর্ণ দুধ-ডালডা দিয়ে পণ্য বানায় বেক এন ফাস্ট

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৩ | ৯:৫৪ অপরাহ্ণ

ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রঙ, মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ-ডালডা ও কাস্টার্ড পাউডার দিয়ে পণ্য বানায় বেক এন ফাস্ট। প্রতিষ্ঠিানটির বিস্কুটের নেই বিএসটিআইয়ের মান সনদ। তবুও বিস্কুটের প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে এতদিন ধরে ধোঁকা দিচ্ছিল ভোক্তাদের। সোমবার (২৩ জানুয়ারি) নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকায় বেক এন ফাস্টের কারখানায় জেলা প্রশাসনের অভিযানে এসব কারণে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযান পরিচালনা করেন। তিনি পূর্বকোণ অনলাইনকে বলেন, বেক এন ফাস্টের কারখানায় অভিযানে ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের মিস্টি ও বিস্কুট তৈরি করতে দেখা যায়। এসময় সেখান থেকে মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর কাপড়ের রঙ উদ্ধার করা হয়। পাশাপাশি ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ, কাস্টার্ড পাউডার এবং ডালডা ব্যবহার করতে দেখা যায়। এছাড়া বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই বিস্কুটের প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা গেছে। এসকল অপরাধে বেক এন ফাস্টের মালিক রফিউজ্জামান চৌধুরী পিন্টুকে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুল এবং চান্দগাঁও থানা পুলিশ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট