চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইয়াবাসহ কুসুমপুরা ইউপি’র মেম্বার ও রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব সংবাদদাতা

২১ আগস্ট, ২০১৯ | ৯:৩০ অপরাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) বিশেষ অভিযান চালিয়ে পটিয়া কুসুমপুরা ইউপি সদস্য ও মিয়ানমারের এক নাগরিককে ইয়াবাসহ আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইউপি সদস্যের নাম মো. নেজাম উদ্দীন (৫২) ও মো. হামিদ হোসেন (২৮)।

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (তদন্ত), চট্টগ্রামের উপ-পরিচালক শওকত ইসলামের নির্দেশনায় ও সহকারী উপ-পরিদর্শক মঞ্জুরুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিজিসি ট্রাস্ট হাসপাতাল গেইট এলাকা থেকে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ ইউপি সদস্য মো. নেজাম উদ্দীন (৫২) ও মিয়ানমারের নাগরিক মো. হামিদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (পটিয়া) সার্কেল সহকারী উপ-পরির্দশক একেএম আজাদ উদ্দিন বাদি হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ গ্রেপ্তার আসামিদের আজ বুধবার (২১ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার ইউপি সদস্য মো. নেজাম উদ্দীন পটিয়া কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও মো. হামিদ হোসেন মিয়ানমারের নাগরিক।

 

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট