চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকাই আনন্দের : আ জ ম নাছির

২২ জানুয়ারি, ২০২৩ | ১০:০৬ অপরাহ্ণ

শীতের কষ্ট সে বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একা ভালো থাকাকে ভালো থাকা বলে না। চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকাই আনন্দ আছে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। রবিবার (২২ জানুয়ারি) বিকেলে নগরীর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে গ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে চন্দ্রনগর এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৭ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে শীতার্ত মানুষের মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. বাহার উদ্দিন, গ ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বাদল, যুবলীগ নেতা মহিউদ্দিন লিটন, নবী আলম, মো. সাত্তার, মোজাম্মেল হোসেন মিন্টু, মো. শাহাজাহান, মো. নাছির, মো. আনোয়ার, নুর হোসেন, হানিফ ও ছাত্র লীগ নেতা দেলোয়ার হোসেন সানি প্রমুখ।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট