চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চোরাই টাকা ও জিনিসপত্রসহ ৩ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৯ | ৭:০৮ অপরাহ্ণ

নগরীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, সিসি ও ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- গিয়াস উদ্দিন (৩৩), মিজানুর রহমান প্রকাশ মিজান (৩০) ও শাহাদাত হোসেন প্রকাশ জিকু(২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর রাহাত্তারপুল সংলগ্ন চাঁন্দাপুকুর পাড়ের একটি বিল্ডিংয়ের বাসার কলাপসিবল গেইটের তালা কেটে ও বাসার প্রধান দরজা ভেঙে ওই চোরচক্রের সদস্যরা প্রবেশ করে। এ সময় তারা শয়নকক্ষের আলমারির ভেতর থাকা আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের সাত ভরি স্বর্ণালঙ্কার, সাতটি মোবাইল ফোন, একটি ক্যামেরা, একটি সিসিটিভি ক্যামেরা ও কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়। এ মামলার প্রেক্ষিতে বাকলিয়া থানা নগরীতে অভিযান চালিয়ে ওই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করে।

বাকলিয়া থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে নগরীর নানা স্থানে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয় বলেও জানায় বাকলিয়া থানা পুলিশ।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট