চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে জালিয়াতি মামলায় ডেভেলপার জানে আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৩ | ৮:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মোগলটুলী এলাকায় ১০ তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়ে অনুমোদনপত্র জালিয়াতি করে ১৪ তলা ভবন নির্মাণ করে শহিদুল ইসলামের কাছে দুটি ফ্ল্যাট বিক্রি করেন ডেভেলপার জানে আলম। বিষয়টি জানার পর ফ্ল্যাট ক্রেতা শহিদুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা (২১৯৩/২২) দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করে পিবিআই। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব গত ২০২২ সালের ২ নভেম্বর জানে আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রবিবার (২২ জানুয়ারি) উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে হাজতে পাঠিয়ে দেন।

এই বিষয়ে ভুক্তভোগী ফ্ল্যাট মালিক আয়কর আইনজীবী আবু তালেব জানান, এই জানে আলম গত ২০২২ সালের ১৫ আগস্ট আমাকে ও আমার পরিবারের ওপর হামলা করেন। হামলার পর উল্টো আমার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে যাচ্ছে। 

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট