চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১৩০ কোটি টাকার জমি আত্মসাতে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৯ | ২:০২ অপরাহ্ণ

চট্টগ্রামে গণি সওদাগরের ওয়াকফ স্টেটের মালিকানাধীন ১৩০ কোটি টাকার জমি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে চার জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা।

সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামে মামলাটি দায়ের করা হয়। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে এ মামলাটি করেন।

আজ বুধবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দুদুক-১’র উপ-পরিচালক লুতফুর কবির চন্দন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলায় আসামিরা হলেন- চট্টগ্রামের সাবেক সদর সাব রেজিস্ট্রার মো. লুৎফুর রহমান, দলিল লেখক তৃষ্ণা ভট্টাচার্য ও আগ্রাবাদ মুহুরীপাড়ার মৃত জেবল হোসেনের ছেলে দলিল গ্রহিতা মো. জাকির হোসেন, পাঁচলাইশ আলমাদানী রোডের মৃত সামশুল আলমের ছেলে দলিলের স্বাক্ষী মো. আতাউল গনি উসমানী।

অভিযোগে জানা গেছে, গণি সওদাগরের ওয়াকফ স্টেটের মালিকানাধীন ১৩০ কোটি টাকারও বেশি মূল্যমানের ১১৮৪ শতক জমি আত্মসাত করার পাঁয়তারা করেন ওই চার ব্যক্তি। এ লক্ষে ২০১২ সালের আগস্ট মাসে চার ব্যক্তি যোগসাজশে একটি ভুয়া দলিল হেবা ঘোষণা করেন। পরে সেটি দুদকের নজরে এলে দুদক তাদের বিরুদ্ধে এ মামলা করে।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট