চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এমপি নদভীর বিরুদ্ধে পোস্ট, অভিযুক্তের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৩ | ১০:২২ অপরাহ্ণ

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা নেজামুদ্দীন নদভীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ছড়ানোর মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন এ দণ্ডাদেশ দেন। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

 

দণ্ডপ্রাপ্ত হারুন প্রকাশ বডি বিল্ডার হারুন লোহাগাড়া উপজেলার আধুনগর সদ্দার্নির পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। তিনি জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, মামলায় অভিযোগ আনা হয়, প্রধানমন্ত্রীর তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী, জেলা পরিষদ সদস্য আনোয়ার কামালসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর মন্তব্য প্রচার করেন। ২০১৭ সালের ১৯ জুন চট্টগ্রামের কোতোয়ালী থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা ফজলে এলাহী আরজু নামে এক ব্যক্তি। ওই মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের সাব ইন্সপেক্টর এমদাদ হোসেন চৌধুরী ঘটনার তদন্ত শেষে শুধুমাত্র দণ্ডপ্রাপ্ত হারুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে সোমবার রায় ঘোষণা করেন। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট