চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

খাদ্যে ডাইং কালার, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে ডাইং কালার ব্যবহার করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া নানা অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

 

বুধবার (১১ জানুয়ারি) কর্ণফুলী উপজেলা, নগরীর ওয়াসার মোড়, সদরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। তিনি বলেন, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে ডাইং কালার ব্যবহারের অপরাধে কর্ণফুলীতে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে নিউ মদিনা স্টোরকে ৮ হাজার, শাহ আমানত স্টোরকে ২ হাজার ও নগরীর ওয়াসার মোড়ে টেস্টি ট্রিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নানা অনিয়মের অভিযোগে নগরীর সদরঘাট এলাকায় একটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট