চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুটপাত দখল ও ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা, ১৫ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩ | ১১:২৬ অপরাহ্ণ

নগরীর স্টিল মিল বাজার থেকে কাটগড় এলাকার রাস্তা ও ফুটপাতের জায়গা দখল করে ব্যবসা করায় এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার কারণে ১৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন,  স্টিল মিল বাজার থেকে কাটগড় এলাকার রাস্তা ও ফুটপাতের জায়গা দখল  এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার কারণে ১৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট