চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে বাড়ির কার্নিশে আটকে ছিল বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩ | ৩:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি ভবনের তিনতলার কার্নিশে তিনদিন ধরে আটকে থাকা একটি বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের ১নম্বর রোডের ৫ নম্বর বাড়ির মাহফুজা ভবন থেকে বিড়ালটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, তিনদিন ধরে মাহফুজা ভবনের তিনতলার কার্নিশে বিড়ালটিকে আটকে থাকতে দেখেন ওই ভবনের পাশের ভবনের এক বাসিন্দা। খুব সম্ভবত এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার জন্য লাফ দিতে গিয়ে আটকা পড়ে বিড়ালটি। আজ সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিড়ালটি উদ্ধার করে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, কুতুব উদ্দিন নামে একজন ব্যক্তি ফায়ার সার্ভিস অফিসে ফোন দিয়ে জানান তাদের পাশের ভবনের তিনতলার জানালার কার্নিশে একটি বিড়াল আটকা পড়েছে। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পাটের বস্তার সহায়তায় বিড়ালটি উদ্ধার করি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট