চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বুধবার চট্টগ্রামে বিএনপির গণঅবস্থান কর্মসূচি: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

৯ জানুয়ারি, ২০২৩ | ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। তারা এখন প্রশাসন, বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র, এমনকি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে। জোর করে ক্ষমতায় ঠিকে আছে। রাষ্ট্রের মালিকানা আজ জনগণের হাতে নেই। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। আজকে দেশের মানুষ গণতন্ত্রকে মুক্ত করার জন্য আন্দোলন করছে। এই আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে আগামী বুধবার (১১ জানুয়ারি) কেন্দ্র ঘোষিত গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

 

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে গণঅবস্থান কর্মসূচির প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি চট্টগ্রামবাসীকে গণ অবস্থান কর্মসূচি সফল করার আহবান জানান।

 

ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন চালিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশের জনগণকে দাবিয়ে রাখছে। কিন্তু এসব করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। একটি নিরপেক্ষ সরকারের অধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতেই হবে। যদি নিরপেক্ষ সরকার না থাকে, বিএনপি সে নির্বাচন মেনে নেবে না।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট