চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জেসিআই চট্টগ্রামের নতুন নেতৃত্বে রাজু আহমেদ

নিজস্ব প্রতিবেদক

৯ জানুয়ারি, ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ

তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ। এছাড়া নতুন এ কমিটিতে জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন জুনায়েদ আহমেদ রাহাত।

 

রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর চট্টগ্রাম ক্লাবে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য রাজু আহমেদ জেসিআই চট্টগ্রাম ২০২৩ সভাপতি হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেনারেল লিগ্যাল কাউন্সিল পদে দায়িত্ব পালন করেন।

 

নতুন কমিটিতে আরও রয়েছেন— এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে গোলাম সারোয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে ইশতিয়াক আলম চৌধুরী, মোহাম্মদ ইসমাইল মুন্না, মঈন উদ্দিন নাহিদ, জেনারেল লিগ্যাল কাউন্সিল পদে ইঞ্জিনিয়ার এস এম ইশতিয়াক উর রহমান, লোকাল ট্রেইনিং অফিসার পদে আশরাফ বান্টি, ট্রেজারার পদে আয়াজ ইসলাম চৌধুরী।

 

এছাড়া কমিটিতে পরিচালক পদে মহসিন মুন্না, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, শাহাব উদ্দীন চৌধুরী, সাইহান হাসনাত, ফাহাদ বিন ফারুক, রাহি মাহমুদ, ইঞ্জিনিয়ার মো. এমরান হোসেন অভি, শফিউল হোসাইন চৌধুরী সাকিব ও সাদেকুর রহমান দায়িত্ব পালন করবেন।

 

নবনির্বাচিত সভাপতি রাজু আহমেদ বলেন, ২০১৫ সালে আমি প্রথম জেসিআইয়ে জয়েন করি। সে সময় সদস্য ছিলাম। ট্রেজারার দায়িত্বে পালন করেছি, সেক্রেটারি ছিলাম। অনেক কিছু শিখতে জানতে পেরেছি। কিছু শেখার বড় প্লাটফর্ম জেসিআই।

 

নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়ে জেসিআই চট্টগ্রামের বিদায়ী প্রেসিডেন্ট শাহেদ শান বলেন, আমরা কিছু বিষয় অর্জন করেছি। প্রত্যেকটা বিদায় বেলা আবেগাপ্লুত করে। আমি চাই চট্টগ্রাম জেসিআই আরও এগিয়ে যাবে। চট্টগ্রাম জেসিআই অন্য সংগঠনগুলো থেকে অনেকটাই এগিয়ে। আমরা আশা করি, আমাদের সদস্যদের নিয়ে আমরা অনেকদূর এগিয়ে যাবো। এই বছর আমরা কিছু উদ্যোগ নিয়েছি। নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যে দায়িত্ব সেটা আমরা আমাদের সদস্যদের সঙ্গে আলোচনা করেই করে যাচ্ছি।

 

জেসিআই চট্টগ্রামের বার্ষিক সভায় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৩ জাতীয় সভাপতি মো. জিয়াউল হক ভূঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রামের সাবেক সভাপতি মাশফিক আহমেদ রুশাদ, শহীদুল মোস্তফা চৌধুরী, টিপু সুলতান সিকদার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট