চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফায়ার সেফটি প্ল্যান নেই, চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২৩ | ৬:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ফায়ার সেফটি প্ল্যান ও পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইসার না থাকায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৭ জানুয়ারি) নগরীর হালিশহর এবং আগ্রাবাদ এলাকার বারেক বিল্ডিং এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

 

তিনি বলেন, সকালে হালিশহরে ইসহাক কন্টেইনার ডিপোতে অভিযান চালানো হয়। এসময় ইসহাক ডিপোতে একটি লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প পাওয়া গেছে। এছাড়া কন্টেইনার ডিপোটি বিগত ২২ বছর ধরে ব্যবসা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন বা বাস্তবায়ন কোনটিই করেনি। এছাড়া সেখানে কয়েক হাজার কন্টেইনার থাকলেও ফায়ার এক্সটিংগুইসার ছিল মাত্র ৩৫০টি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং ৭ দিনের ভিতর পেট্রোল পাম্পের আবেদন করার নির্দেশ দেয়া হয়।

 

তিনি আরও বলেন, দুপুরে বাংলাবাজারে দোভাষ ঘাটের পাশে আদিলা এপারেলস লি. নামে একটি গার্মেন্টেসে ফায়ার সেফটি প্লান ও পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইসার, ভূ-গর্ভস্থ পানির ট্যাংক এবং বিকল্প এক্সিট প্লান না থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট