চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আকবরশাহে পাখি বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ জানুয়ারি, ২০২৩ | ১০:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনী এলাকায় পাখি বিক্রির দায়ে কাজী হাসিব (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার (৩ জানুয়ারি) বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার কাজী হাসিব খুলনার সোনাডাঙ্গা মডেল থানার হাফেজ নগর এলাকার কাজী জামালের ছেলে।

রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জানান, হাসিবের কাছ থেকে ১০টি মুনিয়া, একটি টিয়া এবং একটি শালিক পাখি উদ্ধার করা হয়। খাঁচায় বন্দী বন্য পাখি বিক্রির অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট