চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মুখে হাসি, হাতে নতুন বই

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৬ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের মুখে হাসি, হাতে নতুন বই। চোখে-মুখে আনন্দের চাপ। নতুন বই হাতে পেয়ে এপিঠ-ওপিঠ পাতা উল্টিয়ে দেখছে শিক্ষার্থীরা। কোন কোন শিক্ষার্থী চোখ বন্ধ করে নতুন বইয়ের ঘ্রাণ নিচ্ছে। তখন প্রায় বেলা ১১টা। শিক্ষার্থীরা একে একে এসে মঞ্চের অতিথিদের হাত থেকে বই নিয়ে যাচ্ছে। বই হাতে পেয়েই মুখে ফুটে উঠে বিশ্ব জয়ের হাসি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো এটি ছিল নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চিত্র।

 

গতকাল (রবিবার) সারাদেশের ন্যায় নগরীতেও ‘বই উৎসব’ শুরু হয়। বই উৎসবের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল ১১টায় ডা. খাস্তগীর স্কুলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক দেবব্রত দাশ ও জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহেদা আক্তার। তবে বই সংকটের কারণে প্রথম দিন শিক্ষার্থীরা একত্রে সব বই পায়নি। গতকাল কিছু বই দেয়া হলেও বাকি বইগুলো দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে জানান সংশ্লিষ্টরা।

 

জানা যায়, ২০২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে মোট ২ কোটি ৩ লাখ ১২ হাজার ১২টি। এরমধ্যে প্রাথমিক ও প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা হচ্ছে ৪৫ লাখ ২২ হাজার ১০৯টি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাথমিক প্রাক প্রাথমিকে বই এসেছে ৫১ শতাংশ। অন্যদিকে, মাধ্যমিকের শিক্ষার্থীরা পাবে ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি বই। সেখানে বই এসেছে চাহিদার ৫৬ শতাংশ।

 

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল :

অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকভাবে পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান বছরের প্রথমদিন বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের বিরল দৃষ্টান্ত স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট