চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফণীর আঘাত: চমেক হাসপাতাল বিদ্যুৎবিচ্ছিন

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০১৯ | ৪:৫৯ অপরাহ্ণ

ঘূর্ণিঝড়ের কারণে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে চিকিৎসকদের চিকিৎসা সেবায় বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে হাসপাতাল এলাকায় একটি গাছ ভেঙে সাতটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এরপর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, শনিবার বেলা ১১ টা থেকে জেনারেটর দিয়ে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে চমেক হাসপাতালের গণপূর্ত বিভাগ।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম পূর্বকোণ অনলাইনকে জানান,‘বাতাসে হাসপাতাল এলাকার একটি গাছ ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এতে সাতটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। যার কারণে বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ কর্মীরা মেরামতের কাজ করছে। এর মধ্যে আইসিইউ, সিসিইউসহ জরুরি সেবা জেনারেটরের মাধ্যমে চালু রাখা হয়েছে।’

বিদ্যুৎ পুনঃস্থাপিত হতে আরও ২/৩ ঘণ্টা সময় লাগার কথা জানিয়ে মেডিকেলের গণপূর্ত বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মাহমুদুল হাসান পূর্বকোণ অনলাইনেকে জানান,‘মেডিকেল ছাড়াও অন্য কোথাও গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। যার কারণে বিদ্যুৎ নেই। মেরামত কাজ সারতে আরও ২ থেকে ৩ ঘণ্টা সময়ের প্রয়োজন। তবে জরুরি সেবায় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে। আশা করছি কোন সমস্যা হবে না।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট