চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শনিবার চট্টগ্রামের যেসব স্থানে বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

অনলাইন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২২ | ১১:০৪ অপরাহ্ণ

শনিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩১ ডিসেম্বর নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বাকলিয়া ও কালুরঘাটের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
৩১ ডিসেম্বর ২০২২ (শনিবার)
সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ- বাকলিয়া এর আওতাধীন ৩৩/১১ কেভি বাকলিয়া উপকেন্দ্রের টি-৩৩ পাওয়ার ট্রান্সফরমার ও ১১ কেভি বি/01,02,০৫,০৮ ১০ নং ফিডারের আওতায় বি/০১ নং ফিডারের আওতায় রসুলবাগ, কেবি আমান আলী রোড, বিএড কলেজ, ঘাসিয়া পাড়া, তাহের কলোনী, চকবাজার, চানমিয়া মুন্সি লেন, ডিসি রোড, জামাল বিল্ডিং, শহিদ কমিশনার বাড়ি, কালাম কলোনি, আব্দুল লতিফ বাই লেন। বি/০২ নং ফিডারের আওতায় দেরাজ মিঞা লেইন, আকবরশাহ লেইন, আবদুল হাকিম লেইন, মকবুল সওদাগর লেইন, কাপাসগোলা উর্দুগলি, তেলপট্টি রোড, সিরাজদৌল্লা, নেয়ামত আলী ছুপিলেইন, এয়ার মোহাম্মদ লেইন, ভোলাশাহ মাজার, পুরাতন ৪র্থ তলা, নুরবক্স লেইন, উজির আলী শাহ লেইন, রাহাত্তারপুল, ছালেহ আহাম্মদ মুন্সির বাড়ি। বি/০৫নং ফিডারের আওতায় দেওয়ান বাজার, জাজেস কোয়ার্টার, রুমঘাটা, সিএন্ডবি কলোনি, কেডিএস গলি, নিরাপদ হাউজিং-০১, ভরা- পুকুর পাড়, আফগান মসজিদ ছালা কলোনি, খাজা হোটেল, আহমেদুর রহমান সড়ক, বৌ-বাজার, ডাল বাড়ি মেহমান কলোনি, বাদামতলী মোড়, ১৯৪৭ সাবান ফ্যাক্টরী, নুরুল হক কমিশনার বাড়ি, বেলাখান বাড়ি মোড়। বি/০৮ নং ফিডারের আওতায় বিসমিল্লাহ কলোনি, তক্তারপুল, আলী স্টোর বিল্ডিং, বালুর মাঠ, ময়দারমিল মোড়, মিয়াখান বাড়ি, বেলা খান মসজিদ বেলা খান বাড়ি রোড, কাউয়া স্কুল, ম্যাচ ফ্যাক্টরি, আবু জাফর রোড, নয়া মসজিদ, ইসমাইল ফয়েজ রোড পশ্চিম পাড়া, নুর আলী সাবান ফ্যাক্টরি, আমিন হাজী রোড, মধ্যম চাক্তাই পহেলার পুল। বি/১০নং ফিডারের আওতায় কুইন্সক্লাব ফুলকলি, শাহ আমানত হাউজিং, রাহাত্তরপুল, মোহনা ক্লাব, রিদম স্কয়ার, বহুঙ্গার বাড়ি, মেয়র বাড়ি, বাড়ইপাড়া, কাশবন বহদ্দারহাট।

 

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ- বাকলিয়া এর আওতাধীন ৩৩/১১ কেভি কল্পলোক উপকেন্দ্রের টি১, টি ০২ পাওয়ার ট্রান্সফরমার ও কে/২৩, ২৪,২৫,২৬,২৮ ও ২৯ বি/২৩নং ফিডারের আওতায় কল্পলোক আবাসিক এলাকা রোড নং-০২ । বি/২৪ নং ফিডারের আওতায় কল্পলোক আবাসিক এলাকা রোড নং- ০১। বি/২৫ নং ফিডারের আওতায় হাফেজ নগর, রাজাখালি, হাজী ওয়েল মালেক সল্ট, জিন্নাত ফ্যাশন, মীর ফিলিং, কর্ণফুলী সিটি গার্ডেন, ব্রিক ফিল্ড রোড, নোমান কলেজ, স্টেডিয়াম, মুক্তল হোসেন মসজিদ, বাস্তুহারা ক্ষেতচর, সৎসঙ্গ বিহার। বি/২৬ নং ফিডারের আওতায় নাহার সিএনজি খালাসির বাড়ি কালামিয়া বাজার, মুজ্জাফর রোড, রমজান আলী বাপের বাড়ি, আবদুল গফুর সড়ক, হাজী চাঁদ গাজী রোড, আবদুল লতিফ হাট, ডেপুটি রোড, ব্যাংক কলোনি, দারুল আমান আবাসিক, আয়েশা মসজিদ, হোসেন মেম্বার বাড়ি, ১৮ নং ওয়ার্ড অফিস, জয়ের বাপের বাড়ি, সেকান্দার চেয়ারম্যানের বাড়ি, সুজার মায়ের মসজিদ এলাকা, চেয়ারম্যানঘাটা, বি২৮নং ফিডারের আওতায় বাকলিয়া এক্সেস রোড মোড়, কালামিয়া বাজার, পশ্চিম দোতলা মসজিদ ও গলি, আলম কুটির, ফকির বাড়ি, এসাকের পুল, ওসি মিয়া রোড বাইদ্দারটেক অনন্ত বিলাস, ৫ নং ব্রিজ, মদিনা ক্লাব, তুলাতুলি, জামাই বাজার, রাজাখালী মোড় (পশ্চিম) গফুর ভিউ, রহমানিয়া রাইস মিল, বাইতুস শরফ, নতুন ব্রিজ, সাজেদা মার্কেট, মান্নান টাওয়ার (রিভার ভিউ)। বি/২৯ নং ফিডারের আওতায় আহাদ কনভেনশন থেকে চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তার পূর্ব পাশ, শাহ ওয়ালিউল্লাহ আবাসিক এলাকা, নূর নগর আবাসিক এলাকা, সুরভী আবাসিক এলাকা, চান্দা পুকুরপাড়, বড় কবরস্থান ইলিয়াস ব্রাদার্স এর বাড়ি, তাজউদ্দিন শাহ মাজার, মাষ্টার স্কুল, পুলিশ বিট, সাদেক শাহ মাজার, ওয়াজের পাড়া, কমিশনার পাড়া, সওদাগর বাড়ি, ফকির মুহাম্মদ সওদাগর বাড়ি, নাবালকের দোকান।

 

সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাটের আওতাধীন বাকলিয়া-কালুরঘাট ৩৩ কেভি, মোহরা-কালুরঘাট ৩৩ কেভি, আরামিট ৩৩ কেভি ও ১১ কেভি কালুরঘাট-১, ২, ৬, ৭, ৮,১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ৩১৬ নং ফিডার এর আওতায় হামিদচর, সিএন্ডবি, এফআইডিসি রোড, আটগাছতলা, বিসিক, আরামিট গ্রুপ, বার্জার পেইন্টস (বিডি) পেপসি কোম্পানি, রিয়াজ উদ্দিন উকিল রোড, বালুর টাল, শাপলা ক্লাব চররাঙ্গামাটিয়া, বড়ুয়া পাড়া, জ্বীনের বাড়ি, বরিশাল বাজার, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, মৌলভী পুকুর পাড়, জিকে স্টিল, নুরুল হক কন্ট্রাক্টর বাড়ি, চান্দের বাড়ি, সানোয়ারা আ/এ, পাঠানিয়াগোদা, খ্রিষ্টানপাড়া, নুরুজাম্মান নাজির রোড, গোলাম আলী নাজির বাড়ি, বিএসসি বাড়ি, শহীদ পাড়া, বাস টার্মিনাল, আরাকান রোড, এজাজ হাউজিং সোসাইটি, ধরমপাড়া, সত্তার হাউজিং সোসাইটি, নাথপাড়া, রোজ গার্ডেন, কেরানী বাড়ি, জালাল খান বাড়ি, খতীব বাড়ি, বহদ্দারহাট মদিনা হোটেল সংলগ্ন এলাকা, রূপালী আ/এ, বহদ্দারহাট বাস টার্মিনাল, এজাজ হাউজিং, হক মার্কেট, আমিনের দোকান, বলিরহাট, সোনা মিঞা সওঃ মসজিদ, ঘাটকূল, গাবতল, খড়মপাড়া, সানোয়ারা স্কুল, বজ্রঘোনা, চৌধুরী স্কুল, বাদামতল, পূর্ব বাকলিয়া, খাজা রোড সম্পূর্ণ এলাকা, পাকার দোকান, চট্টগ্রাম ওয়াসার এক্সেপ্রেস ফিডার (কালুরঘাট-১৬) এর আওতাধীন পাম্প সমূহ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট