চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জনবিচ্ছিন্ন বিএনপি নয়, চট্টগ্রামের রাজপথ যুবলীগের দখলে আছে : দেবু

অনলাইন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২২ | ৯:৩৭ অপরাহ্ণ

জনবিচ্ছিন্ন বিএনপি নয়, চট্টগ্রামের রাজপথ যুবলীগের দখলে আছে । যাদের পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎখাতে বাংলাদেশের উন্নয়ন ও বছরের প্রথম দিন বই উৎসব দেখে গাত্রে জ্বালা হয় তাদের সাথে জনগণ নেই। দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোন চক্রান্ত যুবলীগ রুখে দিতে চট্টগ্রাম মহানগরের রাজপথে সবসময় থাকবে। শেখ পরশের যুবলীগ শেখ হাসিনার ট্রাম কার্ড।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল-সমাবেশে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক দেবাশীষ পাল দেবু।

 

বিক্ষোভ মিছিল নগরীর অলংকার, একে খান গেইট, কর্নেল হাট সিটি গেইট হয়ে পুনরায় সাগরিকা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে মহানগর যুবলীগ নেতা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা যুবায়ের হোসেন অভি এবং মো. শরিফের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন নায়েবুল ইসলাম ফটিক, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, আব্দুল মতিন, আবু সাঈদ, ইমতিয়াজ বাবলা, ইমতিয়াজ সুমন, মো. ইসমাইল, ফরহাদ আবদুল্লাহ, কাজী মো. আরিফ, সাজ্জাদ আলী জুয়েল, মো. সরোয়ার হোসেন, আবু নাছের জুয়েল, সাইফুল হাবিব, হোসেন আহমদ কিরন, মনিরুল হক মনির, কায়সার, নুরুল আজিম বাবুল, মো. আমির হোসেন, মাইনুল হাসান, মো. মোস্তাফা মামুন ভুঁইয়া, রমজান আলী, তানভির বিন হাছান, মনির হোসেন টিটু, সাজিবুল ইসলাম সজিব, মো. আরমান, মো. মুছা, মাহমুদুর রহমান বাপ্পি, মাকসুদুর রহমান মাকসুদ, মো. দিদার, অহিদুল ইসলাম রুবেল, ফরহাদ আহমেদ সিফাত, সৈয়দ সুলতান ফাহিম, নুর ইসলাম রিয়াদ , আবিদ হাছান, সৈয়দ হোসেন, আমির হোসেন জুয়েল, মো. টিপু, মনির, রুবেল, বদর শাহ, আকবর হোসেন, মো. হানিফ,সোহেল, মাসুম, জালাল, উদ্দীন, রেহমান রাব্বী, মেহেদী হাসান, রিপন বিশ্বাস, জাবেদ, আজাদ,রায়হান, রিমন, নিশাত, এরশাদ উল্লাহ সুমন, মো. রনি, পারভেজ, মামুন প্রমুখ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট