২৭ ডিসেম্বর, ২০২২ | ১২:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে হেপাটাইটিস সচেতনতা সভা এবং বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি শনাক্তকরণ পরীক্ষা এবং টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে এই কর্মসূচিতে প্রায় আড়াই শতাধিক কর্মীকে রক্ত পরীক্ষা এবং একশ’ জনকে হেপাটাইটিস ‘বি’ টিকা দেওয়া হয়।
লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শামসের সঞ্চালনায় কর্মসূচিতে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ।
সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহসান বলেন, হেপাটাইটিস সংক্রমণে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কর্মীদের ঝুঁকি বেশি। হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা ও টিকার বিকল্প নেই।
তিনি এ ধরনের আয়োজনের জন্য লিভার কেয়ার সোসাইটির প্রতি ধন্যবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন চমেক হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক (ডা.) আলোক কুমার রাহা। কর্মসূচিতে চট্টগ্রামের প্রথম ও একমাত্র আইএসও অ্যাক্রিডিটেড ল্যাব এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে কারিগরি সহায়তা প্রদান করা হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ