২৪ ডিসেম্বর, ২০২২ | ৪:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বহদ্দারহাট পুলিশ বক্স থেকে শুরু হয়ে মোহাম্মদপুর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।
পরে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান। তিনি পূর্বকোণকে বলেন, ‘সকালে জামায়াত ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’
পূর্বকোণ/পিআর/এএইচ