১৯ ডিসেম্বর, ২০২২ | ৪:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর হালিশহরের সল্টগোলা পতেঙ্গা বাজার রোড এলাকায় শতাধিক স্থাপনাসহ ৮৫ কাঠা জায়গা দখলমুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) চলমান এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।
সিডিএ’র পেশকার ফয়েজ আহমেদ বলেন, ‘সল্টগোলা ক্রসিং এলাকায় ৮৫ কাঠা জায়গা দখলমুক্ত করা হয়েছে। এখানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জায়গা উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান আগামীকাল মঙ্গলবারও চলবে। স্বাধীনতার পর থেকে সিডিএর এ জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন অনেকে।
অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর প্রকৌশলী মো. মঞ্জুর হাসান, প্রকৌশলী মো. ইলিয়াস আক্তার, মো. ওসমান, ভেল্যুয়েশন আফিসার মো. আলমগীর খান, ফিল্ড অফিসার মো. নাসির খান।
পূর্বকোণ/পিআর/এসি