চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পাঁচলাইশ থানা যুবদলের সভায় আবু সুফিয়ান

সরকার কাঁচা চামড়া রপ্তানির কথায় জনগণকে ধোঁকা দিয়েছে

১৯ আগস্ট, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেছেন, চামড়া শিল্প ধ্বংস করার জন্য সিন্ডিকেটের কারসাজিতে আজ রপ্তানিযোগ্য বৃহত্তম শিল্প বিপন্ন হতে চলেছে। অতীতে দেখেছি কোরবানির আগে চামড়া ক্রয়ের জন্য ব্যাংক ব্যবসায়ীদের অগ্রিম ঋণ প্রদান করতো। এই প্রথমবার উল্টো চিত্র। ঋণ দূরের কথা লাখ লাখ চামড়া রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। কাঁচা চামড়া রপ্তানির অনুমতির কথা বলে সরকার জনগণকে ধোঁকা দিয়েছে। শতকোটি ডলারের দেশীয় সম্পদ নষ্ট করেছে। অন্যদিকে এতিমদের প্রাপ্য হক থেকে তাদের বঞ্চিত করেছে। সম্প্রতি যুবদল পাঁচলাইশ থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ইউনিট প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। এতে আহ্বায়ক মোহাম্মদ আলী সাকীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের সা. সম্পাদক মোহাম্মদ শাহেদ। পাঁচলাইশ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইসকান্দার মির্জা, আনোয়ার হোসেন লিপু, এস.এম শাহ্ আলম রব, মো. আবু মুছা, মো. আসলাম, সিরাজুল আলম, কামরুল ইসলাম, সাহাব উদ্দিন হাসান বাবু, মো. মুছা, নাছির উদ্দিন নাছিম, অরুপ বড়–য়া, মো. ইকবাল পারভেজ, মো. এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল ও তৌহিদুল ইসলাম রাসেল। বিশেষ বক্তা ছিলেন এমদাদুল হক বাদশা। বক্তব্য রাখেন ওমর ফারুক, হেলাল হোসেন, গোলজার হোসেন, জাফর আহমদ খোকন, জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট