চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিউমার্কেট মোড়ে যুবলীগ নেতা দেবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২২ | ১০:১৯ অপরাহ্ণ

বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নগরীর জিপিও মোড় থেকে নিউমার্কেট ও আমতল মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় নিউমার্কেট মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

যুবলীগ নেতা মারুফ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও মারুফুল ইসলাম মারুফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সফিউর রহমান টিপু, নূরনবী পারভেজ, মো. লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মো. ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ, মো. ইসমাঈল, সাজ্জাদ আলী জুয়েল, সারোয়ার আলম, মো. সাজিবুল ইসলাম সজিব, মনিরুল হক, মো. এমরান, রতন কান্তি দাশ, মো. কায়সার, মো. কিরণ, রমজান আলী, আবু নাছের জুয়েল, মোমিনুল হক মাসুম, ফরহাদ আহমেদ সিফাত, মো: শোয়েব, মো. আরাফাত মো. শহিদুল্লাহ্ শহিদ, মো. রাসেদ, মামুন ভুঁইয়া, মো. জাবেদ, মো. মাকসুদুর রহমান, আলাউদ্দিন সোহেল, হৃদয় কুমার দাশ, আজাদ খান, সৈয়দ হোসেন, মো. নাসির, মো. জসিম, মো.তারেকুল ইসলাম, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, ইফতেখার উদ্দিন ইফতি, হারুনুর রশীদ সামিউল, নুর ইসলাম রিয়াদ, মো. আবসার, বিনয় দে, সৌরেন বড়ুয়া রিও, আরজু রফিক, নজরুল ইসলাম টিপু, আজাদ ও বাবুল প্রমুখ।

 

সমাবেশে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, বিএনপি সমাবেশের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে গিয়ে নিজেরাই পদত্যাগ করেছে। এই পদত্যাগের মধ্য দিয়ে সংসদের কোনো ক্ষতি হবে না। এই পদত্যাগের ফলে বিএনপির ক্ষতি হবে। সাত সংসদ সদস্য পদত্যাগ করায় এখানে নিয়মানুযায়ী উপ নির্বাচন হবে। এতে বিএনপি সংসদে কথা বলার সুযোগ হারাবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট