চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা

খুনিরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি

১৯ আগস্ট, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

পূর্বকোণ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন,  খুনিরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি।

জালালাবাদ আওয়ামী লীগ : ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সি-ইউনিটের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কাউন্সিলর ফরিদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাজিম উদ্দিন, ফজল আমিন,  আতাউর রহমান টিটো, মাসুদ আলম, মাহাবুবুর রহমন রিপন প্রমুখ।

ইসলামী ব্যাংক হাসপাতাল : প্রতিষ্ঠানের আগ্রাবাদ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন, ইসলাম ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহিদুল আলম। আলোচনায় অংশ নেন  ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামের চক্ষু বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট লে. কর্র্নেল ডা. মো. আব্দুর রহিম (অব.)। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর নিহত পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বঙ্গবন্ধু সৈনিক লীগ : সংগঠনের উদ্যোগে  গত ১৮ আগস্ট  কে.সি.দে রোড সংগঠনের অস্থায়ী কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আ’লীগ নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ আহ্বায়ক রূপক ঘোষ অপু। আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য মো. বেলালের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোনালী ব্যাংকের জি এম. এস এম আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের নেতা সিরাজুল হক, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ এর যুগ্ম আহ্বায়ক ছবির আহমেদ, সদস্য সচিব আবু বকর বক্কু, যুগ্ম সদস্য সচিব এম নুরুল হুদা চৌধুরী, ব্যবসায়ী ও নগর বঙ্গবন্ধু  সৈনিক লীগের সহ-সদস্য সচিব মোহাম্মদ আবদুল হান্নান চৌধুরী বাবু, ত্রাণ ও সমাজকল্যাণ সচিব ডা. চন্দন দত্ত, স্বাস্থ্য ও পুষ্ঠি বিষয়ক সচিব ডা. এ. কে.এম. ফজলুল হক সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল আলম, বন ও পরিবেশ বিষয়ক সচিব মামুনুর রহমান মামুন, তথ্য ও গবেষণা সচিব নুরুল আনোয়ার চৌধুরী প্রমুখ।

হাটহাজারী  পৌরসভা আওয়ামী লীগ :  নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে পালিত  কর্মসূচির  মধ্যে ছিল, আলোচনা সভা,  দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত।  হাটহাজারী আলী মমতাজ শপিং কমপ্লেক্সে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ম.জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম জাকিরের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব  হোসেন চৌধুরী নোমান। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সোলাইমান সওদাগর, মোসলেহ উদ্দিন মাসুদ, সোলায়মান চৌধুরী, অমৃত লাল দে, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা স.ম.এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগ নেতা, শাহজাদা বদরুল হক, মো. লোকমান চৌধুরী,আবুল কালাম, হারুনুর রশীদ, মো. আইয়ুব, আবদুর শুক্কুর, মো. ইব্রাহীম, ডা. জগদীশ, মো. নিজাম উদ্দিন, রকিবুল ইসলাম রাকিব, কাজী নুরুল আলম বাবুল, আবুল কালাম আজাদ, মো. তৌহিদুল ইসলাম, মোঃ হারুন, কামাল উদ্দিন, মো সালাউদ্দিন, সফিকুল ইসলাম সফি, বেলায়েত হোসেন, যুবনেতা এমরান মোরশেদ, আবুল হাসেম, শুক্কুর, রাশেদ, মুছা, রাজামিয়া, শাহআলম, মুশফিকুর রহমান সাদি, প্রজন্ম লীগ নেতা মো. ইসমাইল, আনিসুল হক সহ বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

কর্ণফুলী ফাউন্ডেশন : কর্ণফুলী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল।  পরে রাংগুনিয়া পদুয়া ইউনিয়নের রাজারহাটে বিকাল ৩ টায় এক  আলোচনা সভা কর্ণফুলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ নং পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবীর তালুকদার। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মন্টি চৌধুরী, এরিয়া ম্যানেজার মো. খোকন।

চকরিয়া  প্রেসক্লাব :   চকরিয়া- পেকুয়া থেকে নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল গত ১৬ আগস্ট চকরিয়া  প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ও চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কচির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিক আহমদ ও জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ উল্লাহ,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পি শাহরিয়ার, নির্বাহী সদস্য এ কে এম ইকবাল ফারুক,  মো. জিয়াউদ্দিন ফারুক, সহযোগী সদস্য সাইফুল ইসলাম সাইফ, ওয়াহিদুল হাসান রাহি, রাজু দাশ ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপজেলা সভাপতি আরাফাত হোসাইন প্রমুখ।

কাপাসগোলা আওয়ামীলীগ :  চকবাজার ওয়ার্ডস্থ  কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরান, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, কাপাসগোলা সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল আনোয়ার মান্নানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুনীল সরকার। তিনি বলেন,  ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে শোকাবহ কলঙ্কময় দিন। বাঙালি- বাংলাদেশ এবং বাংলার স্বাধীনতার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বে বাংলাদেশের নামটি অভ্যুদয় ঘটতো না। কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম লেদু, শহীদ সরোয়ার ম্যাক্সিম, শোক সভায় বক্তব্য রাখেন,  চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক রমজু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নোমান চৌধুরী, এ. কে.এম. আনিসুজ্জামান, আবুল খায়ের বাচ্চু, মোহাম্মদ একরাম হোসেন, নুরুল হুদা বাচা, হাজী ইলিয়াস চৌধুরী, আব্দুর রউফ, আব্দুল হালিম, আবুল মাসুদ, মুজিব ইমরান বিপ্লব, রহমত উল্ল্যাহ স্বপন, দেলোয়ার হোসেন ফরহাদ, সংগীত শিল্পী লোকমান চৌধুরী রাসু, দেলোয়ার হোসেন নয়ন, অধ্যাপিকা ফাতেমা আকতার, মাষ্টার সিরাজুল ইসলাম, খেরশেদ আলম জনি প্রমুখ।

আমরা করবো জয় : সংগঠনের উদ্যোগে দক্ষিণ বাকলিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাকলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক হাজী ছিদ্দিক আলম,  ইফতেখার আলম জাহেদ, হাজী বেলাল, এডভোকেট জি.এম.জাহেদ হোসেন, ফখরুল আলম, মুরাদ  হোসেন টিপু, ফরহাদ হোসেন, গাজী আব্দুল মান্নান, মো ইলিয়াছ, হাজী মুরাদ, মোর্শেদ আলম, এন.কে আলম সাজ্জাদ, নুরুল আবছার, মো. ওয়াসিম, জামশেদ শাহ, মো. আলমগীর, মো. শহিদুল ইসলাম, আবু বক্কর হারুন, ইমরান রিয়াদ, মোহাম্মদ আলী, হায়দার আলী রিপন, সাজ্জাদুর রহমান, গাজী ইমরান, মামুন, শাহা রিয়াদ,  মো. জুয়েল,  আবদুল হালিম, বেলাল হোসেন, ফাহিম  প্রমুখ।

বাকশিস : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে ট্রুথ কমিশন গঠনের মাধ্যম বঙ্গবন্ধু হত্যাকা-ের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উদঘাটন করে দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। জাতীয় শোক দিবস ও বঙ্গুবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বাকশিস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান। এতে প্রধান আলোচক ছিলেন বাকশিসের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ মুসা সিকদার, অধ্যক্ষ আবুল মনসুর, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক সুজিত কুমার দাশ, অধ্যাপক ইউনুছ মিয়া, অধ্যাপক কামরুল আনোয়ার, অধ্যাপক এস এম রাশেদ, অধ্যাপক আবু বকর সিদ্দিকী, অধ্যাপক যীশু কুমার বড়ুয়া প্রমুখ।চসিক চত্বরে বাকশিস এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরীর নেতৃত্বে বাকশিসের পক্ষ থেক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক সুজিত কুমার দাশ, অধ্যাপক স্বপন কুমার নাথ, অধ্যাপক, কামরুল আনোয়ার, অধ্যাপক শিমুল বিকাশ দাশ, অধ্যাপক পুলিন বিহারী নাথ, অধ্যাপক সায়েদুল ইসলাম, অধ্যাপক ইন্দিরা চৌধুরী, অধ্যাপক সুস্মিতা মজুমদার প্রমুখ।

জাহানারা মমতাজ গার্লস স্কুল : ফটিকছড়ি ফতেপুরস্থ জাহানারা মমতাজ গার্লস স্কুলে পালিত কর্মসূচির মধ্যে ছিল  কালো ব্যাজ ধারণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেড মাওলানা কাজী মোঃ. ইউসুফ আলী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকা পল্লবী খাস্তগীর। বিকাশ কান্তি রায়ের উপস্থাপনায় জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষিকা রীণা শর্মা, আবদুল মোতালেব, নিপু বড়–য়া, দিদারুল আলম, রতœা চক্রবর্তী  প্রমুখ। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেয়া হয়।

খাজা আজমেরী স্কুল : খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী কিন্ডার গার্টেন স্কুল ও খাজা আজমেরী গ্রামার স্কুলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আইনুর নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সেক্রেটারি, উচ্চ বিদ্যালয়ের সদস্য ও সাবেক কমিশনার নজরুল ইসলাম বাহাদুর। আরো উপস্থিত ছিলেন খাজা আজমেরী কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মনিরুজ্জমান। মিলাদ ও দোয়া মাহফিলে খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী কি-ার গার্টেন স্কুল ও খাজা আজমেরী গ্রামার স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমির হোসেন দোভাষ ইউসেপ স্কুল :  প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে ছিল  জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ। স্কুলের প্রধান শিক্ষক মো. আকবর হোছাইন এর  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. নবী দোভাষ।

কদলপুর : আশ্রয়ন প্রকল্প আহমদিয়া, সুন্নিয়া, চিশতিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট মসজিদে দোয়া মাহফিল,খতমে কোরআন তেলোয়াত, মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম সওদাগর, অর্থ সম্পাদক মো. হারুনর রশিদ, সহ-সভাপতি আবু তাহের, মীর মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইছাক মিয়া, মো. শাহনুর আলম, তৌহিদুল ইসলাম, সোলাইমান, মোজাহের প্রমুখ।

১৩ নং ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ : সংগঠনের  যৌথ উদ্যোগে এক আলোচনা সভা নগরীর ওয়ার্লেস মোড়ে মহানগর যুবলীগের সদস্য ও ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের ভিপি মো.ওয়াসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ১৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোজাম্মেল হক সুমন ও মো.আলামিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মো.আফছারুল আমীন এমপি।

বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইফুদ্দিন রবি, ১৩ নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক মো.কায়সার মল্লিক, মহানগর যুবলীগের সদস্য মো.মশিউর রহমান দিদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সুরঞ্জিত বড়–য়া লাভু।  বক্তব্য রাখেন ১৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি নাছরিন রসুল,মহানগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.হাশেম শাহ, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.হায়দার হোসেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো.নাছির উদ্দিন, ইয়াকুব আলী মজুমদার, সিটি কলেজ ছাত্র লীগের সাবেক জিএস মো. হেলাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগ নেতা হাজী মো.নাছির উদ্দিন, মহিদুল হক সুমন, এস.এম মাহতাব।

মোস্তফা-হাকিম কলেজ : উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের উদ্যোগে কলেজ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সিটি মেয়র এম মনজুর আলম।  কলেজের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক কাজী মাহফুজুল হক চৌধুরী, মোহাম্মদ আবু ছগির, লায়লা নাজনীন রব, ফারহানা আক্তার, শামীমা আক্তার, ফাতিমা জামান, রিয়া শারমিন, মনোয়ারা আহমেদ, লুৎফুন্নেছা, শিক্ষক আব্দুস সাত্তার ও মহিব্বুর রহমান, আমরা রাসেল পরিষদের সভাপতি নাভিদ আবদুল্লাহ মনজুর প্রমুখ।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন : ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, এগারোটি ইসলামী ব্যাংক হাসপাতাল, নয়টি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে আলোচনা সভা , দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরিব, দুস্থ ও রোগীদের মাঝে খাবার বিতরণ এবং দু’টি ইসলামী ব্যাংক নার্সিং কলেজ, সাতটি ইসলামী ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মডেল স্কুল এন্ড কলেজ, মাদরাসাসমূহে, ছয়টি ইসলামী ব্যাংক কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা.কাজী শহীদুল আলম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপ-নির্বাহী পরিচালক এস.এ.এম. সলিমউল্লাহ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সমূহের সুপার, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ।

মানবাধিকার কাউন্সিল :  মানবাধিকার কাউন্সিল জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় ওয়েলপার্ক রেসিডেন্সে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি জেসমিন সুলতানা পারু, দিদারুল আলম চৌধুরী, রেহানা চৌধুরী, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, আবছার উদ্দিন অলি, মুনমুন গুলশান, আবিদা নুর, শাহ আলম, অরূপ বড়–য়া, মোহাম্মদ ইসহাক, তামজিদ ইকবাল, গিয়াস উদ্দিন, তারেক উদ্দিন আহমেদ, মো. এনাম উদ্দিন, সালমা বেগম, আলতাফ হোসেন, মোহাম্মদ ইসমাইল ও আজীবন সদস্য মো. আবুল কাশেম আরজু। আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি : সমিতির উদ্যোগে গতকাল রবিবার শোক সভা সমিতির ৩নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে এবং সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এ.কে.এম. সিরাজুল ইসলাম চৌধুরী, সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি মো. দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম, মো. আবদুর রশীদ, সাবেক সহসাধারণ সম্পাদক কাজী নজমুল হক, সিনিয়র আইনজীবী কামরুন নাহার বেগম, আক্তারুন নেসা, মো. শামসুল আলম, সাবেক পাঠাগার সম্পাদক সালাউদ্দিন আহমেদ চৌধুরী লিপু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক দুলাল চন্দ দেবনাথ, মো. ওমর ফারুক, মইনুল আলম চৌধুরী টিপু, মো. আবুল কালাম, শফিউল আলম বাবর, অন্য্যন্য বিজ্ঞ আইনজীবীদের মধ্য উপস্থিত ছিলেন অপূব চরন দাশ, কানু রাম শর্মা, মোহাম্মদন্নবী শিমুল, বিপ্লব কুমার দাশ, আহমল হুদা, মো. ওসমান, ফারহানা রবিউল লিজা, মো. ফোরকান, জাহিদুল ইসলাম চৌধুরী, মো. আরিফ উদ্দীন চৌধুরী, পাইরিন আক্তার, মোহাম্মদ আফজাল হোসাইন, মো. সাহেদ উল আলম সাইমনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

পরিবেশ উন্নয়ন সোসাইটি : নগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁস্থ বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র সভাপতি এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জিয়াউর রহমান, আলা উদ্দিন চৌধুরী মোর্শেদ, সুরেশ দাশ, ডা. মিলন বারিকদার, মেরিনা সিদ্দিকা নেলি, ফাতেমা বেগম। এতে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড যুবলীগ নেতা বখতেয়ার, অপু, কামনা তালুকদার, অনুতোষ দত্ত বাবু, রাকিব উদ্দিন আদনান, কাশফিয়া, ইয়াছিন আরাফাত জিদান, সাজ্জাদ হোসাইন ইমন, সাঈদ হোসাইন ইরফাত, ফারজানা সানজিদা ইসরাত, জুয়েল ধর, প্রবীর বড়–য়া, তাপস বড়–য়া, বন্ধনা মহুরী, গৌতম চাকমা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট