চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

৮ ডিসেম্বর, ২০২২ | ৩:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে গণহারে গণপরিবহন রিকুইজিশনের অভিযোগ তুলে রাঙামাটি-খাগড়াছড়ি-চট্টগ্রাম উত্তর জেলা সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় উত্তর জেলা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। অবশেষে প্রশাসনের আশ্বাসে সকাল ১১টায় এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত প্রতীকী ধর্মঘটে এ ঘোষণা দেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা মনজুর আলম মঞ্জু।

 

এর আগে সকাল থেকে চট্টগ্রাম উত্তর জেলা-খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে চলেনি কোন গণপরিবহন। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল অবর্ণনীয়।

 

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মনজুর আলম মঞ্জু বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আশা করি এখন থেকে রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট