৭ ডিসেম্বর, ২০২২ | ৯:৩২ অপরাহ্ণ
বিজ্ঞপ্তি
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ইংরেজি সাহিত্যের জনপ্রিয় তিন লেখক এবং তাদের লেখা গল্প-উন্যাসের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে ব্যতিক্রমধর্মী ‘স্পকি সেলিব্রেশন’ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জামাল খান ক্যাম্পাসে সিআইইউ ক্রিয়েটিভ রাইটার্স ক্লাব ‘গোথিক’ থিমের উপর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় ইংরেজি সাহিত্যের জনপ্রিয় তিন লেখক ক্রিস্টোফার মারলো, শেক্সপিয়র এবং এমিলি ব্রোন্টকে উপস্থাপন করার পাশাপাশি তাদের সৃষ্টির জনপ্রিয় চরিত্রগুলো দর্শকদের জন্য হাজির করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, স্ল্যাস এর ডিন ড. শাহ আহমেদ, ইংরেজি বিভাগের সভাপতি কাজী সাইফুল আসপিয়া, ক্লাবের মডারেটর শাকিলা মোস্তাক প্রমুখ।
মঞ্চস্থ নাটকের বিভিন্ন চরিত্রে অংশ নেন- মুমতাহেনা, সামন্ত, ত্রিশা, নুজহাত, নুদরাত, পূজা, সুমিত, আসিফ, রবিউল, নয়ন, রায়ান, তুষার, সিমরান, তাহসিনা প্রমুখ। গল্পগুলোর চিত্রনাট্য লেখেন ফারাহ তাসনিম।
পূর্বকোণ/এএস/পারভেজ