চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১০ ডিসেম্বর ম্যাচ: নতুন রূপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর, ২০২২ | ৫:১৯ অপরাহ্ণ

আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ভারতের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। একই মাঠে ১৪ ডিসেম্বর শুরু হবে টেস্ট ম্যাচ। খেলাকে ঘিরে গড়ে তোলা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা।

গত মার্চে ঘরের মাঠে সবশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজের ম্যাচ ৩টি হয় চট্টগ্রামে। প্রায় ৯ মাস পর আবারও চট্টগ্রামের মাঠে গড়াতে যাচ্ছে খেলা। এবার প্রতিপক্ষ ভারত, তাঁরা এসেছে পূর্ণ শক্তির দল নিয়ে। তাই ব্যাপক সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্যদিকে, চট্টগ্রামের ম্যাচকে ঘিরে স্টেডিয়ামের ভেতর-বাইরে সংস্কারের কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দেয়ালে লাগছে দৃষ্টিনন্দন রং, সড়কও সাজছে নতুন রূপে। মূল সড়ক থেকে স্টেডিয়াম পর্যন্ত দেওয়া হচ্ছে নতুন ঢালাই। সকাল থেকেই এসব কাজে ব্যস্ত ডজনখানেক শ্রমিক। দ্রুত এসব কাজ শেষ করতে তাগাদা দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল। এ সময় উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তৌহিদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদসহ আরও অনেকে।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট