চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানায় জামালখানের সাদিয়াস কিচেন

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর, ২০২২ | ২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরিসহ নানা অপরাধে চার প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বুধবার (৭ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান। তিনি বলেন, জামালখান এলাকার সাদিয়াস কিচেনকে ডিপ ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, ডিপ ফ্রিজে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানানো ও বিভিন্ন পণ্যের গায়ে ডাবল স্টিকার পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডাবল স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ ফিরনি বিক্রি করায় আরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণ করায় শিবলী ফার্মেসিকে ২০ হাজার টাকা, জামালখান ফার্মেসিকে ১০ হাজার টাকা ও মেমোরি ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট