চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চন্দনাইশে এমপি নজরুল

উন্নতি চাইলে মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

১৯ আগস্ট, ২০১৯ | ১২:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত চন্দনাইশ করতে প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন। আধুনিক চন্দনাইশ বিনির্মাণে মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই।
উপজেলার পশ্চিম এলাহাবাদে মাদক নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গত ১৩ আগস্ট তিনি এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক কাজী তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাঙ্গু গ্রুপের চেয়ারম্যান এম.এ তাহের। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিনিয়র আইনজীবী রফিক আহমদ, আ.লীগ নেতা আবদুল মালেক রানা, চেয়ারম্যান মজিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম ও ওলি উল্লাহ। সাইফুদ্দিন খালেদ ও সরওয়ার জামান আহাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এড. আবু ছালেহ, নুরুল আলম সওদাগর, আবদুল হামিদ, শাহজাহান, প্রকৌশলী আনোয়ার হোসেন, আজিজুল রহমান, মেম্বার জাহাঙ্গীর আলম, মেম্বার শামসুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম, সুজা আল মামুন, সালমান জুয়েল মাসুদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট