চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০২২ | ৪:২৭ অপরাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি দায়ে চট্টগ্রাম নগরীর মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র।

এছাড়াও অবৈধভাবে ভেজাল জুস তৈরির অপরাধে একই এলাকায় অবস্থিত এভারফ্রেস এগ্রোকে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক দিদার হোসেন জানান, মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণ করায় এসএস ফার্মেসিকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে বগুড়ার দই প্রস্তুত ও সংরক্ষণের দায়ে জহির আলীর দইয়ের দোকানকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে ভেজাল জুস তৈরির অপরাধে একই এলাকার এভারফ্রেস এগ্রোকে সিলগালা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট