চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

থ্রি মিলিয়ন ক্লাব থেকে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর!

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০২২ | ১১:০২ পূর্বাহ্ণ

২০১৯ সালে ৩০ লাখের বেশি কনটেইনার হ্যান্ডলিং করে থ্রি মিলিয়ন ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছিল চট্টগ্রাম বন্দর। তবে করোনার কারণে পরবর্তী বছর ২০২০ সালের কনটেইনার হ্যান্ডলিং কমে যাওয়ায় সেই থ্রি মিলিয়ন ক্লাবের রেকর্ড থেকে ছিটকে পড়েছিল দেশের প্রধান এই সমুদ্রবন্দর। সে বছর অর্থাৎ ২০২০ সালে চট্টগ্রাম বন্দর মোট কনটেইনার হ্যান্ডলিং করেছিল ২৮ লক্ষ ৩৯ হাজার ৯৭৭ টিইইউস। এরপর অবশ্য ২০২১ সালে হ্যান্ডলিং হয় ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউস। যদিও চলতি বছর আবার সেই থ্রি মিলিয়ন ক্লাব থেকে ছিটকে পড়ার শঙ্কা প্রকাশ করছে শিপিং সংশ্লিষ্টরা।

 

কারণ চলতি বছর নভেম্বর পর্যন্ত ১১ মাসে চট্টগ্রাম মোট কনটেইনার হ্যান্ডলিং করেছে ২৬ লাখ ৬ হাজার ৭৪২ টিইইউস। যা গড়ে ২ লাখ ৩৬ হাজার ৯৭৭ টিইইউস। অর্থাৎ ডিসেম্বরেও গড় সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করলে বছর শেষে কনটেইনার হ্যান্ডলিং দাঁড়াবে ২৮ লাখ ৪৩ হাজারের কিছু বেশি। তাও ৩০ লাখ ছুঁতে পারবে না। অর্থাৎ থ্রি মিলিয়ন ক্লাবে পা দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে চট্টগ্রাম বন্দরের সামনে।

 

শিপিং সংশ্লিষ্টরা বলছে, রাশিয়া ইউক্রেন যদ্ধের প্রভাব পড়ে সারা বিশ্বে। এতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমে যায়। এছাড়া ব্যবসায়ীদের ওপর বড় ধাক্কা আসে ডলার সংকট। ফলে আমদানি পণ্য গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে কমতে থাকে। এমন পরিস্থিতিতে কনটেইনার হ্যান্ডেলিয়ের প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দরের ওপর।

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট