চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুরফুরে মেজাজে নেতারা

ইফতেখারুল ইসলাম

৬ ডিসেম্বর, ২০২২ | ১০:৩৭ পূর্বাহ্ণ

রেলওয়ে পলোগ্রাউন্ডে মহাসমাবেশের মাধ্যমে সাংগঠনিক শক্তি দেখাল চট্টগ্রাম আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্তোষ প্রকাশ করেছেন। নিজ দলীয় প্রধান সন্তোষ প্রকাশ করায় অনেকটা ফুরফুরে মেজাজে আছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, ‘জনসভায় উপস্থিতি দেখে প্রধানমন্ত্রীও খুশি। চট্টগ্রামে মেট্রোরেল, কালুরঘাট সেতুসহ আর কী কী করবেন তাও বলেছেন। চট্টগ্রামবাসী যা আশা করেছিলাম, তার চেয়ে বেশি তিনি করেছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সরকার বারবার দরকার। এর মাধ্যমে তৃণমূল থেকে সব পর্যায়ে সংগঠন চাঙা হয়েছে।’

 

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেন, ‘নেত্রী যেমন চট্টগ্রামের প্রতি আন্তরিক, তেমনি চট্টগ্রামের মানুষ অকৃতজ্ঞ নন। তাই দলীয় নেতাকর্মীদের বাইরেও লাখো সাধারণ জনতা সমাবেশে অংশগ্রহণ করেছেন নিজ উদ্যোগে। যা ভালবাসার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।’

 

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন পূর্বকোণকে বলেন, ‘আমাদের নেত্রী এমএ আজিজ স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামার আগে পুরো সমাবেশস্থল হেলিকপ্টারে করে ঘুরে দেখেছেন। পলোগ্রাউন্ড ছাড়িয়ে জনতার ঢল আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকা বিস্তৃত হয়েছে। তা দেখি নেত্রী খুশি হয়েছেন। কারণ ইতোপূর্বে যতগুলো জনসভা হয়েছে এতবড় আর হয়নি। নেত্রী বলেছেন, তোমরা তো বাইরের অবস্থা দেখোনি।’

 

আ জ ম নাছির বলেন, ‘হেলিকপ্টার দিয়ে কয়েকবার উপর থেকে নাকি তিনি দেখেছেন। এমনকি সভাস্থল ত্যাগের পূর্বে ১০ মিনিটের বেশি প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলেছেন। খুব বেশি খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। এ সমাবেশ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ।’

 

আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রামের বিগত ও বর্তমান নেতৃবৃন্দের প্রতি নেত্রীর আলাদা একটা আস্থা ও বিশ্বাস আছে। সাংগঠনিক অবস্থা কীভাবে আছে এটা তো নেত্রী জনসভায় নিজেই দেখেছেন। আর কিছুদিন পর আমাদের জাতীয় সম্মেলন। সেখানে যাব। আমাদের সাংগঠনিক বিষয়গুলো সেখানে তুলে ধরব। মাননীয় প্রধানমন্ত্রী হয়ত ওখানে আমাদের জেলা পর্যায়ে নির্দেশনা দিবেন।’

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট