চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২২ | ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত। এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

সোমবার (৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের সহকারী নিজামুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

 

সোমবার সকাল ৯টায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে।।

 

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য থেকে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে ১০ কিলোমিটার গভীরে।

 

 

আজ সকালে চট্টগ্রাম, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়। এটি চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং ঢাকা থেকে ৫২০ কিলোমিটার দূরে।

 

পূর্বকোণ/আর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট