চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১২ টুকরা করার হুমকি আয়াতের পরিবারকে

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০২২ | ১১:৩৭ পূর্বাহ্ণ

নৃশংসভাবে খুন হওয়া শিশু আলীনা ইসলাম আয়াতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল (শুক্রবার) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়াতের খুনিদের বিচার দাবিতে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন আয়াতের বাবা সোহেল রানা ও দাদা মনজুর হোসেন।

 

তারা বলেন, ‘মেয়েকে ছয় টুকরো করা হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে তোদের ১২ টুকরো করা হবে।’ মাননবন্ধনে আয়াতের স্বজনদের পাশাপাশি স্থানীয় শতাধিক নারী, পুরুষ ও শিশু অংশ নেন। তারা খুনির ফাঁসির দাবিতে স্লোগান দেন।

 

এসময় আয়াতের বাবা সোহেল রানা বলেন, ‘আয়াত এখন শুধু আমার মেয়ে নয়, সে এখন সারাদেশের মেয়ে। আবির শুধু আমার মেয়েকে কষ্ট দিয়ে খুন করেনি। সে আমার পুরো পরিবারকেই খুন করে ফেলেছে। আমার মেয়েকে খুনের ঘটনায় আবির একা জড়িত নয়। তার পেছনে গ্যাং আছে। তাদেরকেও চিহ্নিত করে বের করা হোক। তারা এখন আমাদের হুমকি দিচ্ছে আয়াত হত্যা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে আমাদের ১২ টুকরো করা হবে। আমি আমার মেয়ের খুনির ফাঁসি চাই।’

 

আয়াতের দাদা মনজুর হোসেন বলেন, ‘একটি ইন্টারনেট নম্বার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে আয়াতকে তাদের নির্দেশে খুন করে ছয় টুকরো করা হয়েছে। আমাদেরকে ১২ টুকরো করা হবে। আমরা বিষয়টি পিবিআইকে জানিয়েছি।’

 

এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই মেট্রোর পরিদর্শক মনোজ দে বলেন, ‘আমাদেরকে তারা কোন অভিযোগ করেনি। এমনিতে তথ্য শেয়ার করেছে। আমরা তাদেরকে আগেও জানিয়েছি- তারা যদি কোন ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে স্থানীয় থানায় গিয়ে যেন জিডি করেন। তখন যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।’ আয়াত খুনের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। আমরা সবগুলো বিষয় খতিয়ে দেখছি।’

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট