চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে পাঁঠা বলির সময় চার আঙ্গুল কেটে গেল যুবকের

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৮ আগস্ট, ২০১৯ | ৪:২৪ অপরাহ্ণ

রাউজানে মনষা পূজা উপলক্ষে পাঁঠা বলি দেয়ার সময় রামদা’র কোপে (খর্কের) কোপে হাতের পাতাসহ চার আঙ্গুল সম্পূর্ণ পড়ে গেছে এক যুবকের।

আজ রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার সময় উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, প্রতিবেশী মো. বাবুলসহ অনেকে জানান, বেলা ১১টার দিকে কোয়েপাড়ার রমনী সেনের বাড়িতে বদন দে’র পাঁঠা বলি দেয়া হচ্ছিল। এসময় পাঁঠাটি চেপে ধরেছিল বদন দে’র ছেলে আদিনাথ দে (২৮)। এক পর্যায়ে ‘বলিয়ান’ (মূল পাঁঠাবলি যিনি করেন) পাঁঠাটি বলি দেয়ার সময় উপরে বিদ্যুতিক তারের সাথে লেগে রামদা’টি আদিনাথের বাম হাতে গিয়ে লাগে। এতে তার বাম হাতের পাতাসহ চার আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। শুধু বুড়ো আঙ্গুলই রক্ষা পায়।

এ সময় তাকে দ্রুত নোয়াপাড়া পথের হাটের পাইওনিয়ার হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আদিনাথ দে’র বড় ভাই বিশু দে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আদিনাথ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট