১ ডিসেম্বর, ২০২২ | ৭:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে লোক সমাগমে বিগ্ন না ঘটাতে সিএমপি পুলিশ কমিশনারের প্রতি বাস জব্দ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম ও মহাসচিব মনজুরুল আলম চৌধুরী মঞ্জু।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়- চট্টগ্রাম মহানগর এলাকায় অমালিকদের নিয়ে গঠিত ৩ সদস্যবিশিষ্ট কমিটি হঠাৎ করে গণপরিবহন জরিপের নামে গাড়ি তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় ট্রাফিক পুলিশ দ্বারা গাড়ি জব্দের বিষয়টি পরিবহন মালিকদের ভেতরে ভয়ের সঞ্চার করেছে। তাই আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে লোক সমাগমে যাতে বিগ্ন না ঘটে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের প্রতি বাস মালিকদের হয়রানি বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।
পূর্বকোণ/রাজীব/এএইচ