চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বর্ণিল আয়োজনে জাতীয় আয়কর দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

১ ডিসেম্বর, ২০২২ | ১২:৩১ অপরাহ্ণ

জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে করসেবার মানোন্নয়নে সবসময়ের মতো নিরলস কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের কর কর্মকর্তারা। গতকাল বুধবার নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিকের পেলিক্যাল মেহজাবিন ভবনে জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে তারা এ প্রত্যয়ের কথা জানান।

 

বুধবার সকালে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় কর দিবসের উদ্বোধন করেন কর আপিলাত ট্রাইবুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য মকবুল হোসেন পাইক। অনুষ্ঠানে তিনি বলেন, করদাতাদের সেবা দিতে আয়কর বিভাগ সচেষ্ট। কর কর্মকর্তারা কর সেবার মনোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

 

কর অঞ্চল-২ এর উপ-কর কমিশনার (প্রশাসন) রকিবুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চলের কমিশনার সফিনা জাহান, কর অঞ্চল-১ এর কমিশনার মো. ইকবাল বাহার, অঞ্চল-২ এর কমিশনার সামিয়া আখতার, কর অঞ্চল-৩ এর কমিশনার শাহাদাৎ হোসেন শিকদার, কর অঞ্চল-৪ এর কমিশনার ছাবিনা ইয়াছমিন।

 

এ সময় করদাতাবান্ধব পরিবেশে রিটার্ন দাখিল করতে পারায় করদাতারা সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানে।

পূর্বকোণ/পিআর  

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট