চট্টগ্রাম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

৩০ নভেম্বর, ২০২২ | ১০:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামে নেপালি বিমানের জরুরি অবতরণ

ফায়ার ওয়ার্নিংয়ের কারণে শতাধিক যাত্রী নিয়ে নেপাল এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে একটি সূত্র জানিয়েছে।

 

জানা গেছে, নেপাল থেকে শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। পথে ফায়ার ওয়ার্নিং দেয়ায় ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার তসলিম আহম্মেদ জানান, প্লেনে ফায়ারিং এলার্ম বেজে উঠায় ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন। ত্রুটিমুক্ত হলে ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট