চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানি, দুই ভবন মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডেঙ্গু রোগ প্রতিরোধ অভিযানে ২ নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মোমিন রোড, রহমতগঞ্জ ও সিরাজদ্দৌল্লা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

 

চসিকের আরেক অভিযানে নগরের পাহাড়তলী ডিটি রোডের দুই পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৬ ব্যক্তিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। 

 

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ম্যাজিস্ট্রেটদেরকে সহায়তা করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট