চট্টগ্রাম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

২৯ নভেম্বর, ২০২২ | ১০:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

সন্দ্বীপ থানার অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় মো. রহমান নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আজিজ আহমেদ ভূঞা এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ অক্টোবর রাতে সন্দ্বীপে মুছাপুর ইউনিয়নের বাগাইর গো এলাকার একটি দোকানের পাশ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত মো. রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই মামলা দায়ের করে পুলিশ। অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট