চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চারুকলাকে চবি ক্যাম্পাসে স্থানান্তর দাবিতে ২৮তম দিনে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২ | ২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনের ২৮তম দিনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে নগরীর বাদশাহ মিয়া সড়ক অবরোধ করেন তারা।

 

আন্দোলনরত ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, আন্দোলনের অংশ হিসেবে ক্লাস বর্জন করে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। অথচ ২৮ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি। তিনবার বৈঠক করেও তারা সমাধান দিতে পারেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর ২২ দফা দাবিতে ক্লাস বর্জন করে চারুকলার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এরপর আর ক্লাসে ফেরেননি তারা। তবে গত ৫ নভেম্বর ২২ দফা থেকে চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার এক দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। ওই দাবিতে ১০ নভেম্বর ইনস্টিটিউট সংলগ্ন বাদশা মিয়া সড়ক অবরোধ করেন তারা। আন্দোলনের ২৮তম দিনে আবারও তারা সড়ক অবরোধ করেছেন।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট