চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করদাতা সুরক্ষা পরিষদের নুরুল আবসার কারাগারে, নিন্দা সাম্যবাদী আন্দোলনের

বিজ্ঞপ্তি

২৮ নভেম্বর, ২০২২ | ৯:২৯ অপরাহ্ণ

করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসারকে ডিজিটাল সিকিউরিটি আইনে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। সোমবার এক বিবৃতিতে চট্টগ্রাম জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক সত্যজিৎ বিশ্বাস এ নিন্দা জানান।

 

তিনি বলেন, করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসারের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইন মামলার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ চট্টগ্রামবাসীর ন্যায্য আন্দোলনকে দমানোর হীন ষড়যন্ত্রের অংশ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই এবং অবিলম্বে চট্টগ্রামবাসীর আন্দোলনের নেতা নূরুল আবসারের মুক্তি দাবি করছি।

 

৭০ লক্ষ চট্টগ্রামবাসীর ওপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র গলাকাটা হোল্ডিং ট্যাক্স চাপিয়ে দিয়েছে তা অন্যায্য ও অযৌক্তিক। বাড়ির দৈর্ঘ্য প্রস্থের হিসাবে কর আদায়ের পরিবর্তে সিটি মেয়র বাড়ি ভাড়ার ওপর ট্যাক্স আরোপ করেছে যা কর নীতিমালা পরিপন্থী বলে দাবি করেছে সংগঠনটি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট