চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফাইল ছবি

ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি, ১০ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২ | ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তিকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে । সোমবার নগরীর পাহাড়তলী ও কোতোয়ালী থানাধীন এলাকায় পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর পাহাড়তলী থানাধীন পাহাড়তলী থানা রোড ও সরাইপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এবং সর্বসাধারণের চলাচলের রাস্তায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন ।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট