চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সিএনজি টাক্সি করে নগরজুড়ে ছিনতাই, চক্রের দুই হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২ | ৮:৫২ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলীতে সিএনজি টাক্সিযোগে ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ নভেম্বর) নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইমাম হোসেন প্রকাশ ইমনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মোট ১১টি ও পাশাপাশি মো. কামালের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আরও এক সহযোগী পলাতক রয়েছে, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার মো. ইমাম হোসেন চাঁদপুরের গোবিন্দপুর পশ্চিম পাড়া এলাকার আলী আকবরের ছেলে ও মো. কামাল (৪৩) ভোলার চরউম্মৎ এলাকার গণি বেপারীর ছেলে । 

 

পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর সকাল ১০ টায় পাহাড়তলী থানার হাজী ক্যাম্পের সামনে দিয়ে রিকশায় যাওয়ার সময় সিএনজিতে এসে এক মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরদিন ২৬ নভেম্বর পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন ওই মহিলা। মামলায় ভুক্তভোগী তার ব্যাগে নগদ ৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের কানের দুলসহ আনুষাঙ্গিক কাগজপত্র থাকার কথা উল্লেখ করেন। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট