চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২ | ১২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার কচুয়া থানার গোবিন্দপুরের আলী আকবন প্রকাশ আব্বাস আলীর ছেলে মো. ইমাম হোসেন প্রকাশ ইমন (৩৮) ও ভোলা জেলার লালমোহন থানার চরউম্মতের গণি বেপারির ছেলে মো. কামাল (৪৩)।

রবিবার (২৭ নভেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘গত ২৫ নভেম্বর সকালে রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ একটি সিএনজি অটোরিকশাযোগে দুই তিনজন লোক এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ব্যাগের ভেতর নগদ টাকা স্বর্ণের কানের দুলসহ কিছু কাগজপত্র ছিল বলে তিনি জানান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতে ডবলমুরিং, আকবরশাহ ও বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশার চালক ইমাম হোসেন ও কামাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে গ্রেপ্তার ইমাম হোসেনের বাসা থেকে নগদ ৫ হাজার টাকা ও ১ ভরি ৫ আনা ওজনের স্বর্ণ, ৬টি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও অস্ত্রসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার কামালের বিরুদ্ধেও একাধিক মামলা আছে বলে জানা যায়।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট