চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২ | ১০:২৬ অপরাহ্ণ

বাঁশখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের তিন মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁঞা এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

একই সঙ্গে মামলার ১ নম্বর আসামি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী মারা যাওয়ায় তাকে তিন মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

কারাগারে যাওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন, জামাল হোসেন (৪৫), টিংকু দে (৩২), মো. রিফাত (২৪), মো. মাঈন উদ্দীন, মো. ফোরকান (৩২), জমির উদ্দিন লেদাইয়্যা (২৯), মো. আনছার (৩০), মো. আফছার (৩৫), দেলোয়ার হোসেন (৩৫), মো. দিদার (৩৮), মো. আনোয়ার (৩৫), ইফতেখার হোসেন দুলাল (৩২), রিদুওয়ান হোসেন সুমন (২৮) এবং তমিজ (৩২)।

গত ২৬ মার্চ বাঁশখালীর কালীপুরে এক সমাবেশ শেষে একটি মিছিল মূল সড়কে উঠার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর বাঁশখালী থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট