চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পটিয়ায় হিলফুল ফুযুল শান্তি সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮ আগস্ট, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার জিরি কৈয়গ্রাম হিলফুল ফুযুল শান্তি সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও মওলা আলী (রা.) ব্রিলিয়্যান্ট টাচ্ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ আগস্ট স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প উদ্বোধন করেন আবদুল হামিদ হিমু। এতে মেডিসিন, চক্ষু, দন্ত, গাইনি, হৃদরোগ, মা ও শিশু, নাক, কান, গলা, চর্ম ও যৌনসহ বিভিন্ন বিভাগের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাঁচ শতাধিক লোককে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালমা গ্রুপের চেয়ারম্যান শামসুল আলম। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহিদুল হকের সভাপতিত্বে এবং জুনাইদ হোসেনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হারুন, প্রধান বক্তা ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আল-আযহারী। বক্তব্য রাখেন মাওলানা আহমদ কবির রেজভী, মাওলানা নাসির উদ্দিন আলকাদেরী, সিরাজুল ইসলাম স্টীল, এস. এম. শোয়াইব দুলু, মাস্টার আনোয়ার হোসাইন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের কর্মকর্তা হাবিবুল্লাহ, আজমগীর, জাহাঙ্গীর, আসহাব উদ্দিন, আরমান, বাদশাহ জুনাইদ, রুবেল, তারেক প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট