চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চেক বিতরণকালে মোস্তাফিজুর রহমান

বর্তমান সরকার দরিদ্রদের জীবনমান উন্নয়নে আন্তরিক

নিজস্ব সংবাদদাতা , বাঁশখালী

১৮ আগস্ট, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বাঁশখালীতে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে এই চেক বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। দরিদ্রদের জীবনমান উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও এতিমদের টাকা আত্মসাত করেছিল, লুট করেছিল। তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা আবার ক্ষমতায় এলে দেশকে লুটেপুটে খাবে। গতকাল শনিবার বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান। এতে প্রধান বক্তা ছিলেন, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। পৌরসভা আওয়ামীলীগ নেতা আকতার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঁশখালী আওয়ামী যুব মহিলা নেত্রী রোকসানা আক্তার, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, নারী নেত্রী রহিমা বেগম, ফাতেমা বেগম, রেহেনা বেগম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট