চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নাহার ফিড মিল পরিদর্শনে ইউএই রাষ্ট্রদূত

১৮ আগস্ট, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

দেশের বৃহত্তর পোলট্রি ও ডেইরী শিল্প প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপের ‘নাহার ফিড মিল’ পরিদর্শন করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত সাইয়েদ মুহাম্মদ আল মেহেরির। গত শুক্রবার দুপুরে মিরসরাই উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত ফিড মিল পরিদর্শনের পূর্বে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান টুটুলের সাথে বাংলাদেশের পোলট্রি শিল্পের সম্ভাবনাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইউএই রাষ্ট্রদূত। এসময় পোলট্রি প্রক্রিয়াজাত করে কিভাবে দুবাইতে রপ্তানি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়। তিনি নাহার এগ্রো গ্রুপ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তাকে অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল। এসময় নাহার এগ্রো গ্রুপের পরিচালক তানজীব জাওয়াদ রহমান, জিএম (উৎপাদন) মনোজ কুমার চৌহান, আতিকুর রহমানসহ কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএই রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট