চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জলদাস সম্প্রদায়ের প্রতি রানা দাশ

কোন প্রকার হীনমন্যতা নয়, মানুষ হিসেবে সোজা হয়ে দাঁড়ান

১৮ আগস্ট, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

কোন প্রকার হীনমন্যতা নিয়ে নয়, মানুষ হিসেবে মেরুদ- সোজা করে নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষার ন্যায়সংগত সংগ্রামকে এগিয়ে নেয়ার জন্যে জলদাস সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। গত ১৪ আগস্ট বুধবার দক্ষিণ কাট্টলীর জেলেপাড়ায় উত্তর চট্টলা উপকূলীয় জলদাস ফেডারেশনের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি লিটন দাস।
বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সংগঠনের সহ-সম্পাদক বিশ^জিৎ পালিত, পাহাড়তলী থানা শাখার সভাপতি সুকান্ত দত্ত, মহিলা ঐক্য পরিষদের সহ সভানেত্রী মিনু রানী দেবী। ফেডারেশনের পক্ষে বক্তব্য রাখেন পরিমল দাশ, সমীরণ দাশ, রাসেল দাশ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট